স্পোর্টস ডেস্কঃ- পাকিস্তানের ক্রিকেট কর্তৃপক্ষ সাম্প্রতিক টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে দলের পারফরমেন্স নিয়ে বিরূপ মন্তব্য করায় অল-রাউন্ডার শহিদ আফ্রিদির কাছে ব্যাখ্যা চেয়েছে। এ পর্যন্ত যে পাঁচটি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে এই প্রথমবার সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। এ ব্যর্থতার জন্য আফ্রিদি দলের ব্যাটসম্যানদের দায়ী করেন। সুপার টেন পর্বের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৮৪ রানের অপমানজনক পরাজয়ের কারণে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় পাকিস্তান। ওই খেলায় ওয়েস্ট ইন্ডিজ আগে ব্যাট করতে নেমে শেষ পাঁচ ওভারে ৮২ রান করে। অন্যদিকে পাকিস্তানি ব্যাটসম্যানরা পুরো ইনিংসে করেন ৮২ রান। ওয়েস্ট ইন্ডিজ সেমিফাইনালে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয় এবং গত রোববার বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে শ্রীলঙ্কা। আফ্রিদিকে নোটিশ দেয়ার কথা নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চিফ অপারেটিং অফিসার শোভন আহমেদ। এ ধরনের নোটিশে খেলোয়াড়দের জরিমানা বা ভর্ৎসনা করা হয়।ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলায় ১৬৭ রান করার লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানরা ৮২ রানে অলআউট হন। এরপর গত সপ্তাহে ঢাকা থেকে দেশে ফিরে বিমান বন্দরে আফ্রিদি সাংবাদিকদের বলেন, “এটি কোনো অসম্ভব লক্ষ্যমাত্রা ছিল না। কিন্তু আমাদের ব্যাটিংয়ের প্রথম ছয় ওভারে ব্যাটসম্যানরা ম্যাচটিকে হাতছাড়া করে দেন। এরপর খেলায় ফিরে আসার আর কোনো সুযোগ ছিল না।” সাম্প্রতিক বিশ্বকাপে আফ্রিদি ছয় বা সাত নম্বরে ব্যাট করেছেন। হার্ড হিটার হিসেবে পরিচিতি থাকলেও তিনি যখন ব্যাট হাতে মাঠে নামেন তখন বল পুরনো হয়ে যাওয়ায় তা ঠিকমতো মাঠের বাইরে পাঠানো যায় না বলে এর আগে অভিযোগ করেছেন তিনি। বিশ্বকাপে ব্যর্থতার কারণে টি-২০ দলের অধিনায়ক মোহাম্মাদ হাফিজ পদত্যাগ করেছেন। এরপর পাকিস্তানের গণমাধ্যমে পরবর্তী অধিনায়ক হিসেবে আফ্রিদির নাম নিয়ে ব্যাপক সোরগোল হয়েছে। আফ্রিদি দলের নেতৃত্ব হাতে নেয়ার জন্য নিজের প্রস্তুতিও ঘোষণা করেছেন। তিনি বলেন, “আমি পাকিস্তান দলের জন্য যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। দলের উন্নতি ছাড়া আমি অন্য কোনোকিছু চিন্তা করি না।এ প্রতিবেদন রেডিও তেহরান এর ।
দলের পারফরমেন্স নিয়ে বিরূপ মন্তব্য-আফ্রিদির ব্যাখ্যা চেয়েছে কর্তৃপক্ষ
Share This