আন্তর্জাতিক ডেস্ক :- সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সরকারি সেনাদের সঙ্গে যুদ্ধে বিদেশি মদদপুষ্ট আরো ১০০ বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় বিদ্রোহীদের সম্মিলিত একটি হামলা ঠেকিয়ে দিয়েছে সরকারি সেনারা। ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির দামেস্ক প্রতিনিধি এ সময় সেনাবাহিনীর সঙ্গে ছিলেন এবং তিনি জানিয়েছেন, গতকাল (রোববার) দামেস্কের দক্ষিণে আল-কাদাম জেলায় দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। বিদ্রোহীরা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা শহরের সঙ্গে দামেস্কের সংযোগ সড়ক বিচ্ছিন্ন করার চেষ্টা করলেও সেনাবাহিনীর পাল্টা হামলায় তা নস্যাত হয়ে যায়। এলাকাটি জর্দান সীমান্তের কাছে অবস্থিত। সেনাবাহিনীর হামলায় ছিন্নভিন্ন হয়ে যাওয়া বিদ্রোহীরা তাদের সঙ্গীদের লাশ নিতে পারেনি। এখনো যেখানে সেখানে লাশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সংঘর্ষের পর বিদ্রোহীরা পালিয়ে গেলে সেখান থেকে সেনাবাহিনী বেশকিছু মেশিনগান, স্নাইপার রাইফেল, রকেট লাঞ্চার এবং মর্টারের গোলা উদ্ধার করে। সূত্র-রেডিও তেহরান তাঃ-২৮ জানুয়ারী ২০১৪ #