অনলাইন ডেস্কঃ- এক তরুণী চিকিৎসকের চেম্বারে বিরস বদনে বসে রয়েছেন। ভাবছেন, আমার নিশ্চয়ই খারাপ কিছু হয়েছে। হয়তো বাজে ধরনের ক্যান্সার, থায়রয়েডের সমস্যা বা দেহে সঠিক মাত্রায় হরমোন বের হওয়ার সমস্যা ইত্যাদি। বয়েস মাত্র ২৫, এক বছর বিগত হয়েছে বিয়ে হয়েছে। অথচ একটি দিনের জন্যেও স্বামীর সঙ্গে সহবাস করেননি তিনি। সত্যিকার অর্থে তার মন টানেনি। অন্য কাউকে যে ভালোবাসতেন, তাই স্বামীকে মেনে নিতে মন চাইছে না এমন কিছু নয়। যৌনতার প্রতি আগ্রহ মানুষের সহজাত শারীরবৃত্তিয় প্রক্রিয়া। কিন্তু তার এ আগ্রহ একদমই নেই। তাই চিকিৎসকের কাছে আসা। অবশেষে রিপোর্ট এলো; কোনো সমস্যাই নেই। তার সমস্যা হলো ‘লো সেক্স ড্রাইভ’ যাকে যৌনতার প্রতি অনাসক্তি বলা যায়। এ জন্য থেরাপিস্টের প্রয়োজন। পরে একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হলেন তিনি। এখন ভালো আছেন। এখানে পাঁচটি কারণের উল্লেখ করা হলো যার মাধ্যমে যৌনতার প্রতি অনাসক্তি আসতে পারে।
১. খিটখিটে মেজাজ
যৌন আকাঙ্খাকে নষ্ট করে দিতে রাগই যথেষ্ট। আর এমন মনোভাব নিয়ে কার সেক্স করতে মন চায়। স্বামীর প্রতি বিরূপ মনোভাব থাকলে তা দূর করুন। মন-মেজাজ ঠিক করুন।
২. নিজের ওপর নিয়ন্ত্রণ
কেউ যৌনতা উপভোগে নিয়ন্ত্রণ রাখতে চান না। আর এ ক্ষেত্রে নিয়ন্ত্রণের প্রয়োজনও নেই। আপনি যখন নিয়ন্ত্রণে থাকতে চান তখন এর প্রতি আগ্রহ কমে যাবে। তাই এ বিষয়ে নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন নেই। হয়তো সন্তান নেওয়ার ক্ষেত্রে ভিন্ন ধরনের নিয়ন্ত্রণ প্রয়োজন। কিন্তু এর প্রতি ইচ্ছেটাকে গলা টিপে মেরে ফেলে নিয়ন্ত্রণ আনার প্রয়োজন নেই।
৩. আপনাদের আন্তঃযোগাযোগ নেই
আপনার ও আপনার স্বামীর মধ্যে যোগাযোগের সময় যদি হয় সন্তানদের ঘুম পাড়ানোর পর বা বাড়ির সব কাজ শেষের পর, তবে যৌনতার প্রতি অনীহা থাকবে। এভাবে দুজনের যোগাযোগ থাকে না। প্রতিদিনের কাজকে এভাবে নিজেদের সমস্যার কারণ করে তুলবেন না।
৪. তার প্রতি আকর্ষণ বোধ করেন না
সম্ভবত তার প্রতি আপনার আকর্ষণ কাজ করে না। কিন্তু এ নিয়ে ফ্যান্টাসিতে ভোগাটা বোকামি। তাকে অন্য দৃষ্টিভঙ্গীতে দেখুন। আপনারা দুজন জন্ম-জন্মান্তরের বাঁধনে আবদ্ধ। দুজনের প্রতি দুজনের ভালোবাসা থাকলে দৈহিক আকর্ষণও বোধ হবে।
৫. বিষণ্নতায় ভুগছেন
বিষণ্নতা মানসিক সমস্যার গভীর একটি স্তর। বিষণ্নতায় ভুগলে কিছুই ভালো লাগে না। যৌনতার প্রতি আগ্রহ হারাবেন। অথচ এ কাজটি বিষণ্নতা দূর করে দিতে পারে। বিষণ্নতা দূরীকরণের জন্য একটু মুক্ত বাতাস খেয়ে আসুন, ঘুরে আসু্ন বা শপিং করে আসুন।সূত্র-হাফিংটন পোস্ট।
দাম্পত্য জীবনে যৌনতার প্রতি অনীহা আসার ৫টি কারণ
Share This