জি নিউজ ঃ দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় পাসের হার ৯০ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে আট হাজার ১৮৬ জন।
এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৭৫৩ জন।
দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার বেসরকারি আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল বোর্ডের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে নীলফামারীর সৈয়দপুর সরকারী টেকনিক্যাল হাইস্কুল অ্যান্ড কলেজ এবং তৃতীয় হয়েছে রংপুর ক্যাডেট কলেজ ও রংপুর ক্যান্টনমেন্ট মিলেনিয়াম স্কুল অ্যান্ড কলেজ ।
মাধ্যমিকের ফলাফল প্রকাশ উপলক্ষে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিনাজপুরের শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন। সকাল ১০টা ২০ মিনিট থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত চলে এই কনফারেন্স।
দিনাজপুর জিলা স্কুলের মিলনায়তনে আয়োজিত এ ভিডিও কনফারেন্সে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকসহ জেলা পর্যায়ের ঊর্ধ্বতন সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।