বিনোদন ডেস্ক:-বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনবর্তমানে বেশ কিছু ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পারকরছেন গত বছরের সবচেয়ে সফল অভিনেত্রী দীপিকা । এর মধ্যে চলতিবছর তার তিনটি ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ছবির বাইরেও বিভিন্নব্র্যান্ডের মডেল হিসেবেও সম্প্রতি ব্যস্ততা বেড়েছে তার। বিজ্ঞাপনের মডেলহিসেবে বলিউড অভিনেত্রীদের মধ্যে সবচেয়ে বেশি সম্মানী নিচ্ছেন তিনি।সর্বশেষ বিজ্ঞাপনে ৬ কোটি রুপি নিয়ে এদিক দিয়ে রেকর্ড গড়েছেন দীপিকা।বর্তমানে বহু প্রতীক্ষিত ছবি ‘হ্যাপি নিউ ইয়ার’-এর শুটিং করছেন এঅভিনেত্রী। ছবিটি পরিচালনা করছেন ফারাহ খান। এতে বলিউড বাদশাহ শাহরুখ খানেরবিপরীতে কাজ করছেন তিনি। এটি মূলত শাহরুখ ও গৌরি খানের রেড চিলিএন্টারটেইনমেন্টের ছবি। নানা চমকে ভরপুর করার জন্য সব ধরনের প্রয়াসইচালাচ্ছেন ফারাহ। ছবিতে শাহরুখ, দীপিকা ছাড়াও রয়েছেন জ্যাকিশ্রফ, বোমানইরানি, অভিষেক বচ্চন, সনু সুদ প্রমুখ। একটি অতিথি চরিত্রে কাজ করবেনমালাইকা আরোরা খান। অন্য একটি গানে পারফর্ম করবেনপরিচালক-অভিনেতা-কোরিওগ্রাফার প্রভুদেবা। শুধু তাই নয়, এখানে থাকছে দীপিকাচমকও। বেশ ভিন্নধর্মী এবং আবেদনময়ীরূপে এখানে দেখা যাবে এ অভিনেত্রীকে। এখনপর্যন্ত অনেক ছবিতেই খোলামেলা ও ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করেছেন তিনি। সূত্র-ইন্টারনেট.