মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলায় ২৯ আগষ্ট বৃহস্পতিবার বাংলাদেশ বিজিবি ও ভারতীয় বিএসএফ বাংলাদেশের সীমানা নির্ধারণ নিয়ে ভারতীয় কান্তিপাড়া ক্যাম্পে আনুষ্ঠানিক ভাবে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা যায়, বিএসএফ কর্তৃক বাংলাদেশের সীমানা থেকে ১শ ৫০ গজের মধ্যে মিলিটারী ওয়্যার অবষ্টাকল নির্মাণ স্থান পরিদর্শন উপলক্ষ্যে এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। ভারতীয় ডিআইজি বিএসএফ, তুরা এবং সেক্টর কমান্ডার বিজিবি, ময়মনসিংহ এর অংশগ্রহণে ১১০৭/৫ এস হতে ১১০৭/৬ এস পর্যন্ত ৯৪ মিটার কাটা তারের বেড়া নির্মাণের স্থান চূড়ান্ত করার লক্ষ্যে যৌথ ভাবে দুই দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিজিবির ময়মনসিংহ অঞ্চলের সেক্টর কমান্ডার কর্ণেল আনোয়ার শফিক, ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক ল্যাঃ কর্ণেল জাবেদ সুলতান, জিএসও ২ মেজর আবু হুরাইরা, ২৭ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর আমজাদ হোসেন বাংলাদেশের পক্ষে ও বিএসএফ এর তুরা অঞ্চলের ডিআইজি মহেন্দ্র সিং রাথোঢ় ভারতীয় বিএসএফ এর নেতৃত্ব দেন। এছাড়াও সীমান্তের শান্তি রক্ষার্থে বৈঠকে বিভিন্ন আলোচনা হয়। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বাংলাদেশ বিজিবি ভারতের সীমানায় প্রবেশ করলে ভারতীয় বিএসএফ কর্মকর্তাগণ ফুলের তোড়া দিয়ে বরণ করে কান্তিপাড়া ক্যাম্পে নিয়ে যায়। এ সময় ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) গোলাম মোর্শেদ তালুকদার, এসআই গিয়াস উদ্দিনসহ স্থানীয় ও জেলার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের বিজিবির কর্ণেল আনোয়ার শফিক জানান, বিএসএফ তাদের ক্যাম্পের পার্শ্বে এক স্তরের কাটা তারের বেড়া দিতে চাইলে বিজিবি অনাপত্তি দেয়। পরবর্তী সময়ে উচ্চ পর্যায়ের আলোচনা সাপেক্ষে তা বাস্তবায়ন করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।