সাতক্ষীরা প্রতিনিধি: জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের অভিযানে দুটি চোরাই মোটর সাইকেলসহ দুই চোরকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জেলার কালিগঞ্জ উপজেলার চৌমুহুনী রবিউলের গ্যারেজ থেকে গাড়ি দুটি উদ্ধার করে। ধৃতদের নাম শফিকুল ইসলাম (২৫) সে কালিগঞ্জ উপজেলার মোঃ ফাপুর গনি মোড়লের ছেলে। অপরজন গ্যারেজ মালিক রবিউল ইসলাম সে উপজেলার ভাড়া শিমলা গ্রামের নুর হোসেনের ছেলে। জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পরিদর্শক সরদার মোশাররফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত গ্যারেজে অভিযান চালিয়ে একটি প্যাশন প্রো কালো রং ও একটি ইয়ামা ফিজাপ কালো রং এর দুটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় গ্যারেজ মালিক রবিউল ও তার কর্মচারি শফিকুলকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ অব্যহত আছে। তবে পুলিশ প্রাথমিক ভাবে নিশ্চিত হয়েছে ধৃতরা দীর্ঘদিন মোটর সাইকেল চোরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত। ইতিমধ্যে তারা কয়েকজনের নামও প্রকাশ করেছে। ধৃতদের বলামতে তার সত্যতা যাচাইয়ের চেষ্টা করছে পুলিশ। এছাড়াও ধৃতরা আরও হাফ ডজন চোরাই মোটর সাইকেলের সন্ধান জানিয়েছে। এই চক্রের সাথে আর ১২ থেকে ১৫ জন জড়িত রয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ মোটর সাইকেল চোরাই চক্রের এসব গ্যাং লিডারদের নাম প্রকাশ করেনি।
ডিবি পুলিশের ওসি জানান, আশা করছি এই চক্রের সন্ধান ধরেই জেলার মোটর সাইকেল চোরাই চক্রের অধিকাংশ সদস্যদের নাগাল করা যাবে। এরিপোর্ট লেখা পর্যš— তাদেরকে জেলা গোয়েন্দা বিভাগে জিজ্ঞাসাবাদ চলছিল।
কাজী নাসির উদ্দীন,সাতক্ষীরা