জি নিউজ ঃ নারকীয়ঘটনা নাকি অমানবিক! ঠিক কি বলে এই ঘটনাকে ব্যাখা করা যায়!! এমনিতেই তোমানুষের প্রতি মানুষের বিশ্বাস তলানিতে এসে ঠেকেছে… যেখাসে সেখানে যখনতখন মেয়েদের উপরে নেকড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ক্ষত বিক্ষত করে ফেলছে কিছুঅমানুষ! এই চরম অবস্থাতেও পরম নিশ্চিন্তের আশ্রয়স্থল তোমার বাবা। কিন্তুসেখানেও যদি বিশ্বাস ভেঙে খানখান হয়ে যায়? তাহলে? পিতা-ই যদি ভক্ষকেরভূমিকায় উপনীতহয়? আর মা নেন সহযোগীর ভূমিকা! তাহলে?
বিশ্বাস হচ্ছেনা যে এমনটাও হতে পারে? আপনার আমার বিশ্বাসের উপরে তো সত্যি নির্ভর করে না!আর সত্যি হল এমন ঘটনাই ঘটেছে। বিদেশে না, এইদেশেই। রাজস্থানের ভরতপুরজেলায়। ৬২ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারি দু‘দশক ধরে তাঁর পাঁচমেয়েকে ধর্ষণ করেছেন! আর এই কাজে তাঁকে সাহায্য করেছেন তাঁর স্ত্রী, অর্থাত্ ওই পাঁচ মেয়ের মা! ঘেন্নায় গা গুলিয়ে উঠছে? এখনও তো পুরোটাবলাইহয়নি! মেয়েদের উপর অত্যাচার করেই থামেননি… তিন বছরের নাতনিকেও ধর্ষণ করতেপিছ-পা হননি এই ব্যক্তি! আর এই ঘটনাই অবশেষে মেয়েদের মুখ খুলতে বাধ্যকরেছে। তারা পুলিশে মা আর বাবার বিরুদ্ধে নালিশ জানিয়েছে। তারা এও জানিয়েছেযে তাদের মা এই অত্যাচারকে প্রথা হিসেবে ব্যাখা করেছেন দিনের পরদিন। এমনকি তাঁর দুই মেয়ের গর্ভপাত করানো নিয়েও কোনও হেলদোল দেখা যায় নি তাঁরমধ্যে।
পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার পর নিজের দোষ স্বীকার করলেও কোনও অনুতাপ প্রকাশ করেননি ওই ব্যক্তি!
সূত্র : এই সময়