অনলাইন ডেস্কঃ- শাহবাগ গণজাগরণ মঞ্চের মুখপাত্র ও সাবেক ছাত্রলীগ নেতা ডা. ইমরান এইচ সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করেছে সংগঠনটির একাংশে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণজাগরণ মঞ্চের কয়েকজন সংগঠক এ ঘোষণা দেন। একই সঙ্গে ডা. ইমরান এইচ সরকারের ব্যাংক-ব্যালেন্স জনসম্মুখে প্রকাশসহ বিভিন্ন দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গণজাগরণ মঞ্চের সংগঠক এফএম শাহীন বলেন, “ডা. ইমরান এইচ সরকার গণজাগরণ মঞ্চ আন্দোলনের সাময়িক মুখপাত্র নিযুক্ত হয়ে স্বেচ্ছাচারিতা ও আর্থিক অনিয়ম করেছেন। তিনি নেতৃত্ব দিতেও ব্যর্থ হয়েছেন। আন্দোলনের ফসলকে নিজ রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার ঘৃণিত অপচেষ্টা চালিয়েছেন তিনি। তাই তাকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। এফএম শাহীন আরো বলেন, “ইমরান বিভিন্ন ব্লগের সঙ্গে সম্পৃক্ত প্রগতিশীল ব্লগার এবং মুক্তিযোদ্ধাদের বিতর্কিত এবং লাঞ্ছিত করে অপসারণের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। গণজাগরণকে যেন কেউ ব্যক্তি স্বার্থে ব্যবহার করতে না পারে সেজন্য আমরা দীর্ঘ দিন ধরে চেষ্টা করে আসছিলাম। তিনি অভিযোগ করেন, “ইমরান সরকার দেশী এবং প্রবাসী বাঙালিদের কাছ থেকে কোটি কোটি টাকা সংগ্রহের মাধ্যমে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করেছে। এমতাবস্থায় গণজাগরণের চেতনাকে সমুন্নত রাখতে স্বেচ্ছাচারী এবং আর্থিক দুর্নীতিগ্রস্ত ইমরান এইচ সরকারকে গণজাগরণ মঞ্চ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মেহেদী হাসান প্রিন্স, রাজশাহী বিশ্ববিদ্যালয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতিসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল ছাত্রলীগ-যুবলীগের হামলার প্রতিবাদে গতকাল বিকেলে শাহবাগে সমাবেশ করতে দিয়ে পুলিশের লাঠিপেটায় আহত হয়েছেন গণজাগরণ মঞ্চের কয়েকজন কর্মী। জাগরণ মঞ্চ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নামের একটি সংগঠন একই স্থানে সমাবেশ ডাকায় দুপুর থেকে শাহবাগ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। বিকেলে দুই পক্ষ সমাবেশ করতে আসলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে অবস্থান করতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে। এতে জাগরণ মঞ্চের কয়েকজন কর্মী আহত হন। এ প্রতিবেদনটি রেডিও তেহরান এর, পরে তারা প্রতিবাদ মিছিল নিয়ে শাহবাগ থেকে আজিজ সুপার মার্কেটের দিকে যান। পরে তারা আবার শাহবাগের দিকে ফিরে আসেন। এসময় উত্তেজনা চলাকালে উভয়পক্ষের অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।