জি নিউজ অনলাইন ডেস্কঃ- দুর্নীতি নির্মূলে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) কঠোর হতে বলেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। গতকাল বুধবার বঙ্গভবনে দুদকের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন রাষ্ট্রপতির কাছে পেশ করার সময় তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতির প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান এসময় দুর্নীতি দমনে তার প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রপতিকে জানান।রাষ্ট্রপতি দুদককে আইনি লড়াইয়ের প্রতি জোর দেওয়ার ওপর পরামর্শ দেন।দুদক চেয়ারম্যান এসময় রাষ্ট্রপতিকে বলেন, ২০১১ থেকে ২০১৩ সালে পর্যন্ত বিশেষ আদালত কমিশনের ১ হাজার ৫৯৮টি মামলার নিষ্পত্তি করেছে। যার মধ্যে ৮১১টি মামলা দুদকের এবং বাকি ৭৮৭টি সাবেক দুর্নীতি দমন ব্যুরোর। আদালত ৬৯০টি মামলায় সাজা দিয়েছে।রাষ্ট্রপতি কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।