দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি-এরশাদ

জি নিউজঃ- জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমান্বয়ে অবনতি হচ্ছে।এ থেকে উত্তরণে কার্যকর ব্যবস্থা না নিলে ম্লান হয়ে যাবে সরকারের সব কার্যক্রম। গতকাল বুধবার বিকেলে জাপা চেয়ারমানের বনানী কার্যালয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।এরশাদ নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে আসনটি ধরে রাখার আহ্বান জানান।জাপার নেতা নাসিম ওসমানের মৃত্যুতে নারায়ণগঞ্জের ওই আসনটি শূন্য হয়। এর সম্ভাব্য প্রার্থী তার স্ত্রী পারভীন ওসমান।সভার শুরুতে সাবেক সাংসদ নাসিম ওসমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীমনোনয়ন নিয়ে আলোচনা হয়।এই আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জের নিহত কিশোর ত্বকীর বাবা রফিউর রাব্বি। ত্বকী হত্যাকাণ্ডে নাসিম ওসমানের ছেলে আজমেরি ওসমান সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ আছে। এমনকি এ ব্যাপারে জবানবন্দি দিয়েছেন ত্বকী হত্যা মামলার অন্যতম আসামি সুলতান শওকত ওরফে ভ্রমর।

Exit mobile version