জি নিউজঃ-বিএনপির ও আওয়ামী লীগ এর ২৫ অক্টোবর পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন বিভাগীয় এলাকায় সভা-সমাবেশের ওপর দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে প্রশাসন । জেলা ও বিভাগীয় শহরগুলোতে জারি করা ১৪৪ ধারাও বেশিরভাগ জায়গায়ই প্রত্যাহার করে নেয়া হয়েছে। দুই দলের সমাবেশকে কেন্দ্র করে খুলনা ও বরিশালেও সভা-সমাবেশের ওপর ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) টহল অব্যাহত রয়েছে। এদিকে, যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিজিবি বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে তাঁরা ।তাঃ- ২৬ অক্টোবর, ২০১৩