জি নিউজঃ-বিরোধীদলীয় নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ফোনালাপে দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে বলে মন্তব্য করেছেন মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার দুপুরে গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেছেন,, দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে। উনার সব কথার উত্তর আছে। কিন্তু আমি চেয়েছিলাম আলোচনার মাধ্যমে সমঝোতা। উনি একের পর এক কথা বলেছেন, শর্ত দিয়েছেন। আমি আল্লাহকে বলেছি, আমাকে যেন আরও ধৈর্য দেন। আমার এমনিতে ধৈর্য আছে। আল্লাহকে বলেছি আরও ধৈর্য দিতে। প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সমঝোতার চেষ্টা করলেও বিরোধী দল নতুন নতুন ইস্যু তৈরি করে তা বানচাল করছে। তবে আলোচনার দরজা এখনো খোলা রয়েছে বলেও জানান তিনি।ফোনালাপ প্রসঙ্গে প্রধানমন্ত্রী আরও বলেন, “ফোনালাপে খালেদা জিয়া অনেক কথা বলেছেন। ওনার এ সমস্যা, ও সমস্যা। একেক সময় একেক কখা বলেছেন, একক কন্ডিশন দিয়েছেন। আমি শুধু জনগণের কল্যাণ, শান্তির কথা ভেবে ধৈর্য্য ধরেছি। উল্লেখ- গত শনিবার রাতে বিরোধী দলীয় নেতাকে ফোন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ৩৭ মিনিট তাদের মধ্যে কথোপকথন হয়। তবে এর বেশির ভাগজুড়েই ছিল নানা প্রসঙ্গে পাল্টাপাল্টি জবাব। মঙ্গলবার ওই কথোপকথনের অডিওটি বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। হরতালে খালেদা জিয়া কী পেলেন এমন প্রশ্ন রেখে তিনি বলেন, “৩ দিনের হরতাল দিয়ে মানুষের জীবন নেওয়ার কী দরকার ছিল। এতো মানুষের রক্ত নিয়ে অনেক মানুষ পঙ্গু করে খালেদা জিয়া অর্জন করলেন এটাই আমার প্রশ্ন। তাঃ-৩০ অক্টোবর, ২০১৩
দেশের মানুষের কথা ভেবে অনেক অবান্তর কথা সহ্য করতে হয়েছে আমাকে – প্রধানমন্ত্রী
Share This