দেশের রাজনৈতিক সঙ্কট নিরসন করতে হলে খালেদার সাথেই সরকারকে সংলাপ করতে হবে:মির্জা ফখরুল
জি নিউজ অনলাইনঃ- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন করতে ও সঙ্ঘাত এড়াতে চাইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথেই সরকারকে আলোচনা করে নির্বাচন দিতে হবে।
মির্জা ফখরুল বলেন, যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুনের বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন ও সংলাপ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী মিথ্যাচার করেছেন। কিন্তু মিথ্যাচার করে জনগণকে ধোঁকা দেয়ার চেষ্টা করে কোনো লাভ হবে না।
তিনি বলেন, শেখ হাসিনাকে নিয়ে কথা বলার কারণে এক যুবকের সাত বছর দণ্ড হয়েছে। আর আমাদের প্রিয় নবী হজরত
সম্প্রচার নীতিমালাকে ‘ভীতিমালা’ আখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে এই নীতিমালা এবং বিচারকদের নিজেদের অধীনে রাখার জন্য বিচারপতি অভিশংসন বিল পাস করেছে সরকার। এসব আইন বাতিল এবং জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত, ইসলামিক ও চ্যানেল ওয়ান এবং আমার দেশ পত্রিকা খুলে দেয়ার দাবি জানান তিনি।
Share This