দেশে এখন সরকারি সন্ত্রাস চলছে – বি. চৌধুরী

জি নিউজ বিডি ডট নেট ঃ- বিকল্পধারার সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন সরকারি সন্ত্রাসের কারণে অনিশ্চিত জীবনযাপন করছি। কখন যে গায়েব হয়ে যাই সেই ভয়ে আছি বলে মন্তব্য করেন তিনি । ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৭৮তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল ‘শহীদ জিয়ার গণতন্ত্র ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি,  ৫ জানুয়ারি অগণতান্ত্রিক নির্বাচন হয়েছে মন্তব্য করে বি. চৌধুরী বলেন, “একটি নির্লজ্জ নির্বাচন কমিশন নির্লজ্জ সরকারের অধীনে নির্বাচন করেছে। এ নির্বাচনে সর্বোচ্চ পাঁচ শতাংশ মানুষ ভোট দিয়েছে। তাই জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনাই এখন মূল আন্দোলন। এ কমিশন যেভাবে সব নিয়মনীতি উপেক্ষা করে নির্বাচন করেছে তা ইতিহাসে বিরল। তিনি বলেন, দেশে এখন সরকারি সন্ত্রাস চলছে। সবার জীবনই আজ অনিশ্চিত। তিনি বলেন, “ভোটারবিহীন নির্বাচনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের পশ্চাতে রয়েছে সন্ত্রাস, দুর্নীতি ও ভোট চুরি। সরকারের মন্ত্রী-এমপিদের সম্বন্ধে বদরুদ্দোজা চৌধুরী বলেন, সরকারি দলের লোকদের সম্পদের পরিমাণ ৫০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। এত সম্পদ তারা কোথা থেকে পেলেন? তিনি বলেন, ষড়যন্ত্র করে জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে। তার মন্ত্রীরা কেউ দুর্নীতি করতে পারেননি, সরকারের উচিত যারা দুর্নীতি করছে তাদের শাস্তি দেওয়া। আর দুর্বল দুদক যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তা হলে আগামী দিনে সরকারের বিরুদ্ধে জনগণের আন্দোলন চলবে। ড্যাব সভাপতি ডা. একেএম আজিজুল হকের সভাপতিত্বে এই আলোচনা সভায় হয় । তাঃ-১৮ জানুয়ারি ২০১৪।

 

 

 

 

Exit mobile version