জি নিউজ অনলাইনঃ- বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে । তিনি বলেন দুষ্কৃতকারীদের হাতে মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে হত্যার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে দেশে খুনের রাজত্ব কায়েম হয়েছে। তিনি দাবি করেছেন, সরকারের করা লগ্রাস থেকে শুধু রাজনৈতিক নেতা-কর্মীই নয় দেশের সম্মানিত বিশিষ্টজনরা রেহাই পাচ্ছেন না।
বৃহস্পতিবার বিকেলে বেসরকারী টেলিভিশ নেইসলামি অনুষ্ঠানের উপস্থাপক ওইসলামিক ফ্রন্টের নেতা মাওলানা নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
খালেদা জিয়া অভিযোগ করেন, সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুনও অপহরণ কারীরা ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে। মাওলানা শাইখ কাজী নুরুল ইসলাম ফারুকীকে নির্মম ভাবে হত্যার মধ্য দিয়ে দেশের বিরাজ মান খুনো খুনী ওরক্তারক্তির বিভৎ সচিত্রটিই ফুটে উঠেছে।
বর্তমান অবৈধ সরকারের আমলেদেশের মানুষ আর নিরাপদ নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং ক্ষমতাসীনদের হিংসাত্মক কার্যকলাপের কারণে বৃদ্ধি পাওয়া অপহরণ আর লাশের মিছিলের ভয়াবহ বাস্তবতায় দেশের আপামর জনসাধারণ সব সময় আতঙ্কগ্রস্ত হয়ে দিন কাটাচ্ছে বলেন বিএনপি প্রধান।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, অবৈধ সরকারের সৃষ্ টকুশাসনের করা লগ্রাস থেকে কেবল দেশের রাজনৈতিক নেতা-কর্মীই নয় দেশের সম্মানিত বিশিষ্টজনরাও রেহাই পাচ্ছেন না। সরকারের পৃষ্ঠপোষকতা আছে বলেই গুম, খুনও অপহরণ কারীরা ঘটনা ঘটিয়ে অদৃশ্য হয়ে যাচ্ছে।
খালেদা অভিযোগ করেন, সারাদেশে মানুষের মধ্যে আতঙ্কসৃষ্টির লক্ষ্য নিয়েই সরকার ইচ্ছাকৃত ভাবেই প্রশ্রয় দিচ্ছে সন্ত্রাসী গডফাদার ওদুস্কৃত কারীদের যাতে অরাজক ওভীতিকর পরিস্থিতি বিদ্যমান রেখে অবৈধ ভাবে দখল করা ক্ষমতা টিকিয়ে রাখা যায়।কারণ অবৈধ ক্ষমতা ধরে রাখতে নৈরাজ্যও দু:শাসনের বিকল্প নেই।
এই অবৈধ ক্ষমতাসীনদের সঙ্গে জনগণনেই। তাই অনাচার ওঅবৈধ কর্মকাণ্ডে সমাজ বিরোধী সন্ত্রাসীরাই এখন তাদের সবচেয়ে বেশী ভরসার স্থল।। আর এই জন্য আশকারা পেয়ে সন্ত্রাসীরা বেপরোয়া হওয়ার সাহস পাচ্ছে।
বিবৃতিতে হত্যালীলা চালিয়ে দেশ ব্যাপী রক্তপাত ঘটানোর জন্য সরকারকে একদিন ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ।তিনি অবিলম্বে নূরুল ইসলাম ফারুকীকে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেনএবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান তিনি।