জি নিউজ ডেস্ক:- দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গতকাল সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বল রুমে ন্যাশনাল পিপলস্ পার্টির উদ্যোগে আয়োজিত এক ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি খুবই করুণ তাই সকলকে দেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।
বিএনপির নেতাদের মধ্যে মঞ্চে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও ড.আব্দুল মঈন খান। ইফতার মাহফিলে অংশ নিয়েছেন সিনিয়র সাংবাদিক ড. মাহফুজ উল্লাহসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মাহফিলে এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন- লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্ণেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মো. ইসহাক, জাতীয় পার্টিও মহাসচিব ও সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার চৌধুরী, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম (বীরপ্রতিক), জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির খোন্দকার গোলাম মোর্তুজা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গাণি, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ মুসলিম লীগের এ এইচ এম কামরুজ্জামান, বাংলাদেশ ইসলামিক পার্টির ব্যারিস্টার ছায়েদুল হাসান, ডেমোক্রেটিক লীগের সাইফুদ্দিন মনি, ন্যাপ ভাসানীর এডভোকেট আজহারুল ইসলাম, বাংলাদেশ পিপলস্ লীগের গরীবে নেওয়াজ, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি মাওলানা ওয়াক্কাস, সাম্যবাদী দলের কমরেড সাঈদ আহমেদ প্রমুখ।