আন্তর্জাতিক ডেস্কঃ– ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেতস্ক শহরের প্রধান বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গতকাল সোমবার ও আজকের ভয়াবহ লড়াইয়ের পর সেনাবাহিনী বিমানবন্দরে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। তবে বিমানবন্দরের নিয়ন্ত্রণ ফিরে পেতে বিমান হামলা চালাতে হয়েছে ইউক্রেনকে। স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকভ ওই বিবৃতিতে বলেন, “বিমানবন্দরের পূর্ণ নিয়ন্ত্রণ এখন আমাদের হাতে। শত্রুরা মারাত্মক ক্ষতির শিকার হয়েছে তবে আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয় নি।” বার্তা সংস্থা রয়টার্স দোনেতস্ক মেয়রের বরাত দিয়ে বলছে- দু দিনের সংঘর্ষে এ পর্যন্ত ৪০ জন নিহত হয়েছে। শহরে এখনো সংঘর্ষ চলছে বলেও জানিয়েছে বার্তা সংস্থাটি। বিমানবন্দরের দখল মুক্ত করতে ইউক্রেন বিমান হামলার পাশাপাশি প্যারাট্রুপও ব্যবহার করে এবং রাতভর ভয়াবহ সংঘর্ষ হয়েছে। এতে দু পক্ষ ভারি মেশিনগান ব্যবহার করেছে। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী তার ভাষায় বলেছেন, দোনেতস্ক শহরে একজন বিদ্রোহী থাকা পর্যন্তও সেনা অভিযান বন্ধ হবে না। খবর-রেডিও তেহরান, তিনি এ বক্তব্যেল মাঝ দিয়ে দৃশ্যত সেনা অভিযান বন্ধ করতে রাশিয়ার আহ্বান প্রত্যাখ্যান করলেন।কিছুদিন আগে গণভোটের মাধ্যমে ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দোনেতস্ক প্রদেশের জনগণ।
দোনেতস্ক বিমানবন্দর ইউক্রেনের নিয়ন্ত্রণেঃ ভয়াবহ সংঘর্ষে নিহত ৪০
Share This