সাইফুল ইসলাম রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ঝালকাঠির রাজাপুরের কৈবর্তখালি গ্রামের স্কুল শিক্ষক গোলাম মহিউদ্দিনের সদ্য বিবাহিত দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে প্রকাশ্যে পিটিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল দুপুরে উপজেলার বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত ফাতিমা বেগম (২৭) রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি। ফাতিমা বেগম অভিযোগ করেন, কয়েক দিন আগে তার স্বামী গোলাম মহিউদ্দিন তাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেন। পরে দ্বিতীয় স্ত্রীকে নিয়ে আসলে এ নিয়ে প্রথম স্ত্রীর সাথে তুমুল বাকবিতন্ডা হয় এবং তাকে মারধর করে। এ ঘটনায় প্রথম স্ত্রী ঝালকাঠি আদালতে মামলা করার জন্য গেলে স্বামী তাকে বিভিন্ন প্রলোভন দিয়ে মামলা না করে রাজাপুর আসতে বলে। তাই তিনি রাজাপুরে আসলে উপজেলার বাইপাস এলাকায় প্রকাশ্যে পিটিয়ে জখম করে। রক্তাক্ত অবস্থায় থানায় গেলে পুলিশ তাকে চিকিৎসা নিতে হাসপাতালে পাঠান।
দ্বিতীয় স্ত্রীকে মেনে না নেওয়ায় প্রথম স্ত্রীকে পিটিয়ে জখম
Share This