
অনলাইনডেস্ক:- রংপুরে স্কুল পড়া এক ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ করে সেই দৃশ্য ইন্টারনেটে ও ফেসবুক ছেড়ে দিয়েছে এক বখাটে যুবক। এ ঘটনায় বুধবার দুপুরে ফুয়াদ হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।এ সময় একটি কম্পিউটার জব্দ করা হয়।পুলিশ জানায়, রংপুর জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নের এক ব্যবসায়ীর স্কুল পড়–য়া মেয়েকে বাসায় একা পেয়ে ২৪ আগস্ট ধর্ষণ করে একই এলাকার তৈয়ব আলীর ছেলে ফুয়াদ হোসেন।পরে সে দৃশ্য ফেসবুক ও ইন্টারনেট ছাড়া ও বিভিন্ন মোবাইলের ছড়িয়ে দেয়া হয়।এ ঘটনার প্রতিকার চেয়ে মেয়ের বাবা বাদী হয়ে বুধবার সকালে নারী ওশিশু নির্যাতন আইনে পীরগাছা থানায় একটি মামলা করেন। পরে পুলিশ দুপুরে দেউতি বাজ থেকে ওই বখাটেকে গ্রেপ্তার করে।পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, ফুয়াদের বিরুদ্ধে পুলিশ তথ্য প্রযুক্তি আইনে আর ও একটি মামলা করেছে।