মোঃ মহিউদ্দিন ভান্ডারী রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধিঃঝালকাঠির রাজাপুরের উত্তর তারাবুনিয়া গ্রামের মাদ্রাসা শিক্ষক মাও. নুহু নোমানীর বাড়িতে গতকাল শনিবার গভীর রাত ২টার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের দেশীয় অস্ত্রের আঘাতে মাও নুহু নোমানীর বড় শাফিয়া বেগম (৬০) আহত হয়েছে। মাও. নুহু নোমানীর ঢাকার আশুলিয়া তালিমুল উম্মা ক্যাডেট মাদ্রাসার সহকারি সিনিয়র শিক্ষক। শাফিয়া বেগম অভিযোগ করে বলেন, গভীর রাতে ঘরের উত্তর পাশের বেড়া ভেঙ্গে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে দরজা খুলে দিলে ৭/৮ জন মুখোশ পরিহিত অস্ত্রধারী ডাকাতদল ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল, চার্জার রাইট, নগদ ২২ হাজার টাকা, সোনার কানের ধুল, হাতের বালা ও সোনার চেইন নিয়ে যায়। বাড়িতে পুরুষ লোক নাথায় বর্তমানে ওই পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয়ে রাজাপুর ওসি নজরুল ইসলাম রোববার বিকেলে বলেন, অভিযোগ পেলে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হবে এবং আইনগত ব্যবস্থা নেয়া হবে।