জি নিউজ বিডি ডট নেট:- রাজধানীর ধানমন্ডির মেডিনোভা হাসপাতালের সামনে সড়ক দুর্ঘটনায় এক গৃহবধু নিহত হয়েছেন। নিহত নাম- খালেদা খানম কাকলী (৩৪) গতকাল বৃহস্পতিবার বিকাল সোয়া ৫ টা দিকে এ দুর্ঘটনা ঘটে। এবিষয়ে ধানমন্ডি থানার এসআই আব্দুর রশিদ ঘটনা নিশ্চিত করে জানান, বিকাল সোয়া ৫ টা দিকে ধানমন্ডিস্থ মেডিনোভা হাসপাতালের সামনে দুটি বাস পাল্লা দিয়ে যাওয়ার সময় একটির সঙ্গে আরেকটির সংর্ঘষ হয়। এ সময় বাসের ধাক্কায় পথচারী খালেদা খানম কাকলী (৩৪) নিহত হয়। বাসের ধাক্কায় তার মাথা এবং ঘাড়ে মারাত্মক আঘাত পাওয়ায় নাক দিয়ে রক্ত ঝরতে থাকে। তিনি আরো জানান, নিহতের লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে এবং বাস দুটিকে আটক করা হয়েছে। তবে মোহাম্মদপুর-মতিঝিল রুটে চলাচলকারী রাজা সিটি পরিবহন নামের বাসের ধাক্কায় তিনি মারা যান।এছাড়া নিহত খালেদা খানম কাকলী পরিবারসহ মোহাম্মদপুরের চাঁন মিয়া হাউজিং এলাকায় বসবাস করতেন জানা গেছে ।তাঃ-০৭ ফেব্রুয়ারি ২০১৪।