ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটে গ্লোবাল উইক অব অ্যাকশন উপলক্ষে র্যা লী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এডিপির উদ্যোগে উপজেলা সদরে একটি র্যা লী বের করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত¡রে শিশু স্বাস্থ্য এখনই প্রচারাভিযান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলী, ধামইরহাট এডিপি ম্যানেজার বিমল কুমার রুরাম, মি.তন্ময় সাংমা প্রমুখ। বক্তাগণ স্বাস্থ্য, জনসংখ্যা, পুষ্টি, শিশু, মাতৃত্ব, শিশু বান্ধব স্বাস্থ্য সেবা, গ্রামাঞ্চলে দক্ষ স্বাস্থ্য কর্মী নিয়োগ, মায়ের দুধের বিকল্প নাই তা সর্বস্তরে গ্রহণযোগ্য করার জন্য সরকারের প্রতি জোর দাবী করেন।