আব্দুল্লাহ হেল বাকী ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃনওগাঁর ধামইরহাটের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলো পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। গতকাল সোমবার বেলা ১১টার দিকে তিনি প্রথমে এককালের সর্বোচ্চ বিদ্যাপিঠ জগদ্দল বৌদ্ধ বিহারের খনন কাজ পরিদর্শন করেন। তিনি বিহারে পৌছামাত্র এলাকার আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও মহিলারা নেচে গেয়ে, পায়ে পানি ঢেলে ও ফুল ছিটিয়ে প্রিয় অতিথিকে বরণ করে নেয়। পরিদর্শন শেষে ওই এলাকার ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক সংক্ষিপ্ত সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এটিএম বদিউল আলম। দুপুরে উপজেলার ঐতিহাসিক মাহী সন্তোষ মাজার শরীফ পরিদর্শন করেন। তর্কীউদ্দিন আল আরাবির মাজার শরীফ জিয়ারত, মিঠাপুকুর, বখতিয়ার খলজির সেনাপতি শিরান খলজির ১৪ হাত লম্বা সমাধি ও বারবার শহর নির্মাণাধীন বারো দুয়ারী মসজিদ পরিদর্শন করেন। মাজার প্রাঙ্গণে আলমপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এক সূধী সমাবেশে অনুষ্ঠিত হয়। সিরাজুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সংস্কৃতি মন্ত্রী বিশিষ্ট অভিনেতা আসাদুজ্জামান নূর। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, ইসরাফিল আলম এমপি প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান, উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, ভাইস চেয়ারম্যান জহুরুল ইসলাম দুলাল, অধ্যক্ষ শহীদল ইসলাম, ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, প্রতœ বিভাগের বগুড়ার আঞ্চলিক পরিচালক মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন, পতœীতলা পুলিশের সার্কের ইকবাল হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী মোঃ আলী হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী বলেন, জগদ্দল বৌদ্ধ বিহার, বাদল পিলার, মাহী সন্তোষ মাজার শরীফ, আমাইড় মহাবিহার, আগ্রাদ্বিগুন ধাপ খনন কাজ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সরকার।