ধামইরহাটে যুব প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন

ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে যুব উন্নয়ন দপ্তরের উদ্যোগে যুব প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। কর্মসংস্থান ও আতœ কর্মসংস্থার সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশিক্ষন কার্যক্রম জোরদার করণ শ্রীর্ষক প্রকল্পের আওতায় গতকাল সকাল ১১ টায় খড়মপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা নির্বাহী অফিসার হেমায়েত উদ্দিন প্রশিক্ষন কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন ওসি একরামুল হক, যুব উন্নয়ন অফিসার মখলেছুর রহমান, বিআরডিবি অফিসার নজরুল ইসলাম, মৎস্য কর্মকর্তা (অঃ দাঃ) মকছেদ আলী প্রামানিক, প্রেসক্লাব সভাপতি এম এ মালেক, সাংবাদিক আব্দুল্লাহ হেল বাকী, যুব উন্নয়ন অফিসের ক্রেডিট সুপার ভাইজার গোলাম সারোয়ার প্রমুখ। যুব উন্নয়ন কর্মকর্তা জানান, ৭ দিনে ৪০ জনকে ২টি পর্যায়ে ৮০ জনকে  সেলাই ও পশুপালন বিষয়ে প্রশিক্ষন দিয়ে দক্ষ গড়ে তোলা হবে এবং আয় বৃদ্ধি ও স্বচ্ছলতা জন্য প্রত্যেককে বিভিন্ন অংকের ঋন প্রদান করা হবে।

Exit mobile version