অনলাইন ডেস্ক:- এবছরের আগস্টে শতাধিক তারকার নগ্ন ছবি প্রকাশ করে হ্যাকাররা। সেই তালিকা থেকে বাদ যাননি জেনিফার লরেন্সও। এবার নগ্ন ছবি ফাঁস প্রসঙ্গে মুখ খুললেন তিনি। লরেন্স বলেন, ‘এটি যৌনতার লঙ্ঘন এবং অবশ্যই বিরক্তিকর।’ একশ’ তারকার নগ্ন ছবি প্রকাশের তালিকায় জেনিফার লরেন্স ছিলেন প্রথম। অর্থাৎ সর্বপ্রথম লরেন্সের এসব ছবি অনলাইনে ফাঁস করা হয়।
লরেন্স আরও বলেন, ‘আমি জানি না এই বিষয়টা আমার ক্যারিয়ারে কেমন প্রভাব ফেলবে। তবে বিষয়টি নিয়ে আমি শঙ্কিত।’
তিনি আরও বলেন, ‘যেহেতু আমি একজন পাবলিক ফিগার, একজন অভিনেত্রী, আমি যে এই জন্যে কিছু বলছি না বিষয়টি সেটি নয়। এটি আমার শরীর, আমার পচ্ছন্দ। সুতরাং আমার শরীরের সঙ্গে এমন কিছু করা হবে যা আমার পচ্ছন্দ নয়, সেটি কখনোই মেনে নেবো না। এটি অবশ্যই বিরক্তিকর। আমি বিশ্বাস করি আমরা এধরনের বিশ্বে বাস করতে পারি না।’
২৪ বছর বয়সী এই অভিনেত্রী নগ্ন ছবি ফাঁসের পরে এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি বলেন, ‘আমার রাগ এবং কান্না সম্পর্কে কথা বলতে ভালো লাগে না।সূত্র:ইন্টারনেট
নগ্ন ছবি প্রসঙ্গে মুখ খুললেন লরেন্স
Share This