বিনোদন ডেস্ক ,জি নিউজঃ– কিম কারদাশিয়ানের ঘর আলো হলো এই তো সেদিন। ধারণা করা হচ্ছিল, হয়তো আবার গ্ল্যামার বিশ্বে মাতম তুলতে আসবেন কিম। কিন্তু না। আবারও মা হওয়ার ইচ্ছের কথা জানালেন কিম। শিশু বেবি ওয়েস্ট ছোট থাকতেই নাকি আবারও নতুন শিশুর মুখে মা ডাক শুনতে চান কিম। তবে তার আগে এবার একটা শর্ত জুড়ে দিয়েছেন। প্রেমের জীবনের স্বীকৃতিস্বরূপ যেমন জন্মেছে প্রথম সন্তান। এবার তাই কিম চাইছেন বিয়ে করে তবেই কেনি ওয়েস্টের সন্তান ধারণ করবেন জঠরে। তার সম্ভাব্য দিনটি ঠিক না হলেও সেটা ২০১৪ সালেরই কোনো দিন হবে বলে জানায় কেটির সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র। তবে প্রেমিক কেনি ওয়েস্ট পরিবারের সুতো বাড়াতে কোনো আপত্তি জানাচ্ছেন না। সূত্র- অনলাইন তাঃ- ১৫ নভেম্বর, ২০১৩