জি নিউজঃ-বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ দিন পর নরসিংদী সফরের খবরে এখানকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে। আগামীকাল রোববার বেগম খালেদা জিয়ার নরসিংদীর জনসভা নিয়ে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক প্রাণের সঞ্চার হয়েছে। অধীর আগ্রহে অপো করছে কখন তাদের প্রিয় নেত্রী নরসিংদীতে আসবেন। ইতোমধ্যেই ঢাকা-সিলেট মহাসড়কের বাসাইল পৌর শিশুপার্কে বিশাল বক্তৃতা মঞ্চ তৈরি করার কাজ শুরু হয়ে গেছে। পৌর শিশুপার্কে খালেদা জিয়ার সভাস্থল দেখার জন্য প্রতিদিন কৌতূহলী হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ সভাস্থলে ভিড় জমাচ্ছেন। জেলা বিএনপির নেতৃবৃন্দ লাখো লোকের জমায়েতের ল্েয গণসংযোগ কাজ করছেন। জনসভা সফল করতে সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক সাংগঠনিক প্রস্তুতি। জেলা বিএনপি, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপির সব অঙ্গসংগঠনই প্রস্তুতি সভা করে তৃণমূল থেকে নেতাকর্মীদের খালেদা জিয়ার জনসভায় যোগদানের নির্দেশ দিয়েছে। নরসিংদী জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি খায়রুল কবির খোকন, বিএনপি কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, সহসভাপতি ও উপজেলা চেয়ারম্যান মনজুর এলাহী, সুলতান উদ্দিন মোল্লা, সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মাস্টার ব্যস্ত সময় কাটাচ্ছেন। ইতোমধ্যেই নরসিংদী জেলার বিভিন্ন স্থানে পেশাদার ব্যান্ড পার্টিগুলোকে জনসভায় মিছিলের জন্য চুক্তি করা হয়েছে। এছাড়া বাদ্যের তালে তালে দেয়া হবে খালেদা জিয়ার নামে সোগান তাঃ-০৬-৯-২০১৩
নরসিংদীতে খালেদা জিয়ার সফর নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া পড়েছে
Share This