জি নিউজ ডেস্কঃ- ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ে দলটির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি ও ভারতবাসীকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় ভারতের জনগণকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিনন্দনবার্তায় প্রধানমন্ত্রী বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক অভিযাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ায় ভারতবাসীকে অভিনন্দন।১৬ তম লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার প্রেক্ষিতে শুক্রবার প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।উল্লেখ্য, ভারতের ১৬তম লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ চলে ৭ এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত। ফলাফল ঘোষণা হয় ১৬ মে। ফলাফলে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে সরকার গঠনের পথে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট।