আন্তর্জাতিক ডেস্কঃ- ভারতের পঞ্চদশ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন হিন্দুত্ববাদী দল বিজেপির নেতা নরেন্দ্র দামোরদাস মোদী। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে রাইসিনা হিলের ফোরকোর্টে তাঁকে শপথ বাক্য পাঠ করান প্রেসিডেন্ট প্রণব মুখার্জি। মোদীর পর রাজনাথ সিং, সুষমা স্বরাজ, অরুন জেঠলি, ভেঙ্কাইয়া নাইডু, নীতিন গাডকারি, উমা ভারতীসহ ৪৪ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী শপথ নেন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্কভুক্ত দেশগুলোর রাষ্ট্র বা সরকারপ্রধান কিংবা তাদের প্রতিনিধিসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নেতারা। ভারতের সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মোদী ও তার সরকারের মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশে, আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং, নেপালের প্রধানমন্ত্রী শুশিল কৈরালা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামেনসহ আমন্ত্রিত বিশ্ব নেতারা। বাংলাদেশ সরকারের পক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন।ভারতের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাবেক প্রেসিডেন্ট এপিজে আবদুল কালাম, প্রতিভা পাতিল, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীসহ দলটির শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতা।ভারতের ১৬তম লোকসভা নির্বাচনে কংগ্রেসকে লজ্জাজনক পরাজয়ের স্বাদ দিয়ে প্রধানমন্ত্রী হলেন এক সময়ের চা বিক্রেতা নরেন্দ্র মোদী। সরকার গঠনের প্রয়োজনীয় ২৭২ আসন ছাড়িয়ে লোকসভায় ৩৩৬টি আসন দখল করে এনডিএ জোট। বিজেপি একাই জিতে ২৮২ আসনে। এ বিপুল জয়ের ফলে ১৯৮৪ সালের পর ভারতে এবারই প্রথম সবচেয়ে শক্তিশালী সরকার গঠিত হলো। মোদীর মন্ত্রিসভা:স্বরাষ্ট্রমন্ত্রী- রাজনাথ সিং, পররাষ্ট্রমন্ত্রী- সুষমা স্বরাজ, অর্থ এবং প্রতিরক্ষামন্ত্রী- অরুণ জেটলি, রেলমন্ত্রী- সদানন্দ গৌড়া, জাহাজ ও পরিবহণমন্ত্রী- নীতিন গাডকারি, মানবসম্পদ উন্নয়নমন্ত্রী- স্মৃতি ইরানি, গ্রামোন্নয়নমন্ত্রী- গোপীনাথ মুন্ডে, নগরোন্নয়নমন্ত্রী- ভেঙ্কাইয়া নাইডু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী- ড. হর্ষবর্ধন, নারী ও শিশুকল্যাণমন্ত্রী- মানেকা গান্ধী, খাদ্য প্রক্রিয়াজাতকরণমন্ত্রী- হরসিমরাত কৌর, মহাকাষ গবেষণা বিষয়ক মন্ত্রী- জিতেন্দ্র সিং, সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী- নাজমা হেপতুল্লা, কয়লা ও বিদ্যুত্মন্ত্রী- পীযূষ গোয়েল, আইন, তথ্য-সম্প্রচার ও টেলিকম মন্ত্রী- রবিশঙ্কর প্রসাদ, কৃষিমন্ত্রী- রাধামোহন সিং, পেট্রোলিয়ামমন্ত্রী- ধর্মেন্দ্র প্রধান, সংসদবিষয়কমন্ত্রী- প্রকাশ জাভড়েকর, বিদেশ প্রতিমন্ত্রী- ভি কে সিং, উত্তর-পূর্ব উন্নয়নের স্বাধীন দায়িত্বও দেয়া হয়েছে ভি কে সিংকে। খবর-রেডিও তেহরান।
নরেন্দ্র মোদীসহ ৪৫ মন্ত্রীর শপথ, দফতর বণ্টন
Share This