অনলাইন ডেস্ক :- নতুন এক গবেষণায় প্রমাণিত হয়েছে, নারীদের তুলনায় পুরুষরাই দ্রুত সবকিছু ভুলে যায়। বিশেষ করে বয়স হয়ে গেলে এ ঘটনা বেশি ঘটে। এক প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে হিন্দুস্তান টাইমস।মস্তিষ্কের স্মরণশক্তি বিষয়ে এ গবেষণাটি করেছে নরওয়েজিয়ান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। বিজ্ঞানীরা জানিয়েছেন গবেষণার ফলাফল তাদের অবাক করেছে।এ গবেষণার জন্য প্রফেসর জোস্টেইন হোলমেন ও তার সঙ্গীরা নরওয়ের অধিবাসীদে মোট নয়টি করে প্রশ্ন করেন।গবেষণায় উঠে এসেছে পুরুষ ৩০ বছর বয়সি হোক বা ৬০ বছরেরই হোক, নারীদের তুলনায় তারা সবকিছু দ্রুত ভুলে যায়। আর সে তুলনায় নারীদের স্মৃতিশক্তি ভালো থাকে।গবেষকরা আরো জানিয়েছেন, এ সমস্যা বাড়তে থাকে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে।গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে বিএমসি সাইকোলজিতে। সূত্র : ইন্টারনেট তাঃ-২৫ জানুয়ারি ২০১৪
নারীর তুলনায় পুরুষরাই বেশি ভুলোমনা
Share This