অনলাইন ডেস্ক ,জি নিউজ: পাকিস্তানে নারীশিক্ষা আন্দোলনের নির্ভীক অগ্রপথিক ১৫ বছর বয়সী কিশোরী মালালা ইউসুফজাই জাতিসংঘে প্রথমবারের মতো বক্তৃতা দেবে। আগামী ১২ জুলাই নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে ১৬তম জন্মদিনে ভাষণ দেবে মালালা ।
ওই দিনই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের এক অধিবেশনে জনসমক্ষে তার বক্তব্য উপস্থাপন করবে মালালা। তার বক্তৃতা শুনতে সেখানে প্রায় ৪ হাজার কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী উপস্থিত থাকবে বলে আশা করা হচ্ছে। সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন আজ এ ঘোষণা দিয়েছেন। বিশ্বে মেয়েদের শিক্ষার প্রসারে মালালা সত্যিকার অনুপ্রেরণা ও উজ্জ্বল আলোকবর্তিকা বলে মন্তব্য করেন ব্রাউন। মালালার সাহস ও দৃঢ়চেতা মনোভাবের ভূয়সী প্রশংসা করেন সাবেক বৃটিশ প্রেসিডেন্ট।গত বছরের ৯ই অক্টোবর স্কুল থেকে বাড়ি ফেরার পথে তালেবান বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হয় মালালা। উন্নত চিকিৎসার জন্য তাকে বৃটেনে নিয়ে যাওয়া হয়। সেরে ওঠার পর বার্মিংহামের একটি স্কুলে যাচ্ছে মালালা। বৃহস্পতিবার বিখ্যাত টাইমস সাময়িকীতে বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালীর তালিকায় স্থান পেয়েছে মালালা।