নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচেও হার, র‍্যাংকিংয়ে শীর্ষস্থান হারাল ভারত

স্পোর্টস ডেস্ক  ঃ-rt22 পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ভারতকে ১৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এর ফলে  ২-০ তে এগিয়ে গেল ব্রেন্ডন ম্যাককুলাম বাহিনী। আর সিরিজ হারের শঙ্কায় পড়েছে ভারত। হ্যামিলটনের সেডন পার্কে টসে জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। খেলার ৩৩ ওভারের পর বৃষ্টি আসায় স্বাগতিকরা নির্ধারিত ৪২ ওভারে সাত উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ২৭১ রান সংগ্রহ করে। এরমধ্যে ওপেনার জেসি রাইডার ১১ বলে ২০, উইলিয়ামসনের ৮৭ বলে ৭৭, রস টেইলরের ৫৬ বলে ৫৭, কোরি অ্যান্ডারসনের ১৪ বলে ঝড়ো ৪৪ ও মার্টিন গাপটিলের ৪৪ রান করেন। ভারতীয় পেসার মোহাম্মদ সামি সাত ওভার বল করে তিনটি উইকেট নেন। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪১ দশমিক ৩ ওভারে ভারতের লক্ষ্য দাঁড়ায় ২৯৩। এর জবাবে পুরো ৪১ দশমিক ৩ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলতে সমর্থ হয় ধোনি বাহিনী। ফলে ১৫ রানের ব্যবধানে হার মানতে হয় সফরকারী দলটিকে। ভারতের পক্ষে শিখর ধাওয়ান ১২, রোহিত শর্মা ২০, বিরাট কোহলি ৭৮, ধোনি ৫৬ রান ও সুরেশ রায়না করেন ৩৫ রান। নিউজিল্যান্ডের টিম সাউদি চারটি ও কোরি অ্যান্ডারসন তিনটি উইকেট নেন। ৮৭ বলে ৭৭ করে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার পেয়েছেন কেন উইলিয়ামসন।  এদিকে, টানা দুই ওয়ানডেতে হেরে আইসিসির ওয়ানডে র‍্যাংকিংয়ে শীর্ষ স্থান হারাল ভারত। ওয়ানডে র‍্যাংকিংয়ে এখন শীর্ষে অবস্থান করতে অস্ট্রেলিয়া। অজিদের রেটিং পয়েন্ট সর্বোচ্চ ১১৮। দুই নম্বরে থাকা ভারতের পয়েন্ট ১১৭। তিন, চার ও পাঁচ নম্বরে রয়েছে যথাক্রমে—দক্ষিণ আফিক্রা (১১০), শ্রীলঙ্কা (১০৮) ও ইংল্যান্ড (১০৮)। সূত্র -রেডিও তেহরান তাঃ-২৩ জানুয়ারি২০১৪  #

 

Exit mobile version