সিলেট প্রতিনিধি, জি নিউজ ঃ পুর্ব বিরোধে জের ধরে আপন ভাইদের ফাঁসানোর জন্য নিজের কন্যাসন্তানকে জবাই করে হত্যা করেছে এক পাষন্ড পিতা। এ ঘটনার পর পাষন্ড পিতা লুৎফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটের জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের হাসিতলা গ্রামে রোববার রাত সোয়া তিনটায় এ নির্মম ঘটনাটি ঘটেছে। পাষন্ড লুৎফুর ওই গ্রামের মৃত আব্দুন নুরের ছেলে। জকিগঞ্জ থানা সুত্রে জানা যায়, বালাগঞ্জ আতাসন মুন্সিবাজার জামে মসজিদের ইমাম হাফিজ লুৎফুর রহমান তার আপন ভাইদের ফাঁসাতে গিয়ে ধারালো দা দিয়ে কন্যাসন্তান সুমাইয়া বেগমকে নৃশংসভাবে জবাই করে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে চারটায় ঘটনাস্থল থেকে রক্তমাখা দা, নিহত সুমাইয়ার লাশ উদ্ধার এবং লুৎফুর রহমানকে গ্রেফতার করে। এ ঘটনায় তার স্ত্রী আফিয়া বেগম বাদী হয়ে সোমবার ৬ এপ্রিল থানায় একটি মামলা দায়ের করেছেন। লুৎফুর রহমানের স্ত্রী আফিয়া বেগম জানান, তার স্বামী ঘটনার একদিন আগে ফেঞ্চুগঞ্জস্হ নানা বাড়ী থেকে শিশু সুমাইয়াকে বাড়ীতে নিয়ে আসেন। বিকেলে তিনি বাজার থেকে একটি নতুন দা কিনে আনেন এবং এই দা দিয়েই আমার সন্তানকে সে নির্মমভাবে জবাই করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে লুৎফুর জানায় তার ভাইদের কাছে বিদেশ যাওয়ার জন্য টাকা চেয়ে না পেয়ে তাদের ফাঁসাতেই নিজের সন্তানকে ঠান্ডা মাথায় খুন করে। বাবার হাতে নিজের কন্যাসন্তানকে খুনের ঘটনায় উপজেলা ব্যাপী ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পাশাপাশি এই পাষন্ড পিতার ফাসি দাবি করছেন এলাকাবাসি।
সলিম আহমদ সলু / সিলেট অফিস/ জি,নিউজ