জি নিউজঃ-বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সিঙ্গাপুর যাচ্ছেন, আজ বুধবার রাত ১১ টায় সিঙ্গাপুর এয়ারলাইন্সের ৪৪৭ ফ্লাইটে তার রওয়ানা হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের পার্সোনাল উইং থেকে জানা গেছে, তিনি সিঙ্গাপুর যাচ্ছেন নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষার উদ্দেশ্যে । দেশের বর্তমান প্রেক্ষাপটে বিরোধীদলীয় নেতার এই সফর বিশেষ কোন ইঙ্গিত বহন করে কি না, এমন প্রশ্নের জবাবে কর্মকর্তারা এক কথায় বলছেন, রুটিন চেকআপ।’ তিনি ১৩ অক্টোবর তার ফিরতি ফ্লাইটে আসার কথা থাকলেও একদিন আগে পিছু হতে পারে বলে আভাস পাওয়া গেছে । তবে তার দেশে ফেরার সময়সূচী নিয়ে একটু অস্পষ্টতা রয়ে গেছে। তাঃ-০৯ অক্টোবর ২০১৩
নিয়মিত স্বাস্থ্য-পরীক্ষার উদ্দেশ্যে সিঙ্গাপুর যাচ্ছেন -খালেদা জিয়া
Share This