বিনোদন ডেস্কঃ- কঙ্গনা রানাওয়াত আজকাল নাকি একেবারেই ঘুমোচ্ছেন না। রাতে পর রাত জেগেই কাটাচ্ছেন তিনি। তবে এর কারণ ছবির শুটিং কিন্তু একেবারেই নয়, এর কারণ পড়াশোনা। কঙ্গনা আপাতত নিউ ইয়র্কে ‘স্ক্রিন প্লে স্ক্রিপ্ট রাইটিং’ নিয়ে পড়ছেন আর তারই পরীক্ষা একেবারেই দোড়গোড়ায়। এই কারণেই বলিউডের কুইনের রাতের ঘুম উড়ে গেছে।সব সময়ই নিজের সব কাজ অত্যন্ত মন দিয়ে করেন এই অভিনেত্রী। যে কাজই শুরু করেন সেটিকে শেষ করে তবেই তার শান্তি। এবার তিনি নিজের ফিল্মি ক্ষমতা আরও বাড়াতে উঠে পড়ে লেগেছেন। সেই কারণেই দিন রাত এক করে পড়াশোনায় মন দিয়েছেন কঙ্গনা।‘কুইন’ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়িয়েছেন কঙ্গনা। এই ছবির পরই নিজেকে আরও পরিণত করতে তিনি নতুন করে পড়াশোনার সিদ্ধান্ত নেন। সম্প্রতি নবাব সাইফের সঙ্গেও জুটি বাঁধতে যাচ্ছেন কঙ্গনা। এবার দেখা যাক কঙ্গনার অভিনয় আরও কতটা পরিণত হয়।সূত্র : ইন্টারনেট