জি নিউজ ঃ-খালেদা জিয়ার দাবি মেনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় ফিরে যেতে হবে। কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচন জাতীয়তাবাদী দল মেনে নেবে না। বিএনপির সংসদ সদস্য রেহানা আক্তার রানু বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ‘চুদুর বুদুর’ চলতো না। তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রসঙ্গে সরকারকে উদ্দেশ্য করে রানু বলেন, “আগামী নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা প্রধানমন্ত্রীকেই করতে হবে। গতরোববার বিকালে জাতীয় সংসদে বাজেট পরবর্তী বক্তৃতায় বিএনপির এ সাংসদ এসব কথা বলেন। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “তথ্যমন্ত্রী মিডিয়ার শত্রু। আমার দেশ, দিগন্ত টিভি, ইসলামিক টিভি চ্যানেল অবৈধভাবে তিনি বন্ধ করেছেন। সাংবাদিকরাও লাঞ্চিত হয়েছেন এ সরকারের আমলে। এখন পর্যন্ত ১৯ জন সাংবাদিক নিহত হয়েছেন।অন্তবর্তীকালীন সরকারের অধীনে কোন নির্বাচন হতে দেয়া হবে না উল্লেখ করে রেহেনা আক্তার বলেন, “অন্তর্বতীকালীন সরকারের অধীনে নির্বাচন হতে দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। বিএনপির সিনিয়র সহ-সভাপতি তারেক রহমান প্রসঙ্গে আ.লীগ মন্ত্রী-এমপিদের উদ্দেশ্যে বিএনপির এই সাংসদ বলেন, “তারেক রহমানের পেছনে সময় ব্যয় না করে নিজেদের পিঠ বাচানোর পথ খুঁজে বের করুন। না হলে আপনাদের পিঠের চামড়া বাঁচাতে পারবেন না। রানা প্লাজার মালিক সোহেল রানা সম্পর্কে রেহানা আক্তার বলেন, “সাভারের বর্তমান সাংসদের সাথে রানার রোমান্টিক ছবিই বলে দেয় আওয়ামী লীগের দুর্নীতির চিত্র। প্রধানমন্ত্রী নাস্তিকদের ‘দালাল’ উল্লেখ করে রেহানা আক্তার বলেন, “প্রধানমন্ত্রী নাস্তিক ব্লগার রাজীবের বাসায় গিয়ে প্রমাণ করেছেন তিনি নাস্তিকদের দালাল। ৫ মে হেফাজতের ইসলামের সমাবেশে যেভাবে হামলা চালানো হয়েছে, কোন দেশের পুলিশ এ ধরনের ‘আক্রমণ’ চালায় সেটা সরকারের কাছে জানতে চান রেহানা আক্তার।