জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন নির্বাচনকালীন ‘নির্দলীয়’ সরকারের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে ঘোষণা দিয়েছেন। রিজভী বলেন, “আমাদের কর্মসূচি চলছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত চলতেই থাকবে। শিগগিরই পরবর্তী কর্মসূচি জানানো হবে। আজ শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। বিএনপির পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে পুলিশ ও ক্ষমতাসীন দলের নেতাদের ‘হামলা ও গ্রেফতারের’ অভিযোগ তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সরকারের উদ্দেশে তিনি বলেন, “বিএনপি অসহায় নয়। আমরা হিসেবের খাতায় সব ঋণ লিখে রাখছি। সময় আসলে সব কড়ায়-গণ্ডায় শোধ নেয়া হবে। এছাড়া আইন-শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা সরকারের ‘সমর্থক’ তাদেরকে নানা সুবিধা দিয়ে বিরোধী দলের কর্মসূচি ‘দমনে’ নতুন নতুন কৌশল প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ করেন রুহুল কবির রিজভী । তিনি অভিযোগ করেন বলেন “সরকার স্বৈরাচারী মনোভাবকে নতুন মোড়কে স্থায়ী রূপ দেয়ার জন্য একতরফা অগণতান্ত্রিক নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে সারাদেশে ১৮ দলীয় জোটের পূর্বঘোষিত বিক্ষোভ সমাবেশে থেকে অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেন রুহুল কবির রিজভী । তিনি বলেন, “এই সরকার অবৈধ, সরকারের মন্ত্রীরা অবৈধ। যারা অবৈধ সরকারের নির্দেশ পালন করছেন, তারা অবৈধ কাজ করছেন। সরকার জোর করে ক্ষমতায় থাকতে সরকারি আমলাদের ব্যবহার করতে দুদকের ক্ষমতা খর্ব করা হয়েছে। নির্বাচন কমিশন তার ‘কার্যকলাপের’ মধ্য দিয়ে নিরপেক্ষ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলেও অভিযোগ করেন বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ।তাঃ- ১৬-১১-২০১৩