জি নিউজ বিডি ডট নেট ঃ- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন নির্দলীয় সরকারের দাবি মানলেই আন্দোলন থামবে অন্যথায় জনগণের এই আন্দোলন থামবে না। । তিনি বলেন, প্রধানমন্ত্রীকে বলব, দেশকে আর সংঘাত ও অনিশ্চয়তার অন্ধকার গহবরের দিকে ঠেলে দেবেন না। একগুয়েমী ছেড়ে সমঝোতার পথে আসুন। আর সময় ক্ষেপণ না করে নির্বাচনকালীন সময়ে সর্বদলীয় কিংবা বহুদলীয় বা দলীয় সরকারের ধারণা পরিহার করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ধারণা নীতিগতভাবে মেনে নিয়ে সংলাপে বসুন। মঙ্গলবার সাংবাদিকদের কাছে এক টেলিফোন বার্তায় তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে নির্দলীয় সরকার হতে হবে। অন্যথায় জনগণের এই আন্দোলন থামবে না। ১৩২ ঘণ্টার অবরোধ কর্মসূচির চতুর্থ দিনে সারাদেশে সর্বাত্মক কর্মসূচি পালন হচ্ছে দাবি করে তিনি বলেন, গ্রাম পর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। জনগনের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণের কারণে ঢাকা কার্যত অবরুদ্ধ হয়ে গেছে। বিরোধী দলের আন্দোলন নিয়ে সরকারের মিথ্যা প্রচারণা যতই চলুক না কেন, এর সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই। চলমান সঙ্কট উত্তরণে সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি করে নজরুল ইসলাম খান বলেন, সংসদ এখনো বহাল আছে। নির্দলীয় সরকারের দাবি মেনে নিলে নির্বাচনকালীন সরকারের সময় নির্দিষ্টকরণ, কে ওই সরকারের প্রধান হবেন, কারা সদস্য হবেন- ইত্যাদি বিষয় আলোচনা করে সংবিধানে সংযোজন করলেই সঙ্কটের সমাধান আসতে পারে বলে আমরা মনে করি। এছাড়া অবরোধ কর্মসূচি সফল করতে সারাদেশে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা সর্বাত্মকভাবে কাজ করছেন উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে অযথা অপপ্রচারে কান দিয়ে লাভ নেই। আমরা নেতাকর্মীদের সঙ্গে সর্বক্ষণিক যোগাযোগ করছি। সর্বত্র তারা সরকারের দমনপীড়নের মধ্যেও জীবনের ঝুঁকি নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ।