ঢাকা ,জি নিউজ : নবনি র্বাচিত রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদকে উদ্দেশ্য করে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন নির্বাচন ছাড়া সরকার পরিবর্তন করা যায় না। আপনি রাষ্ট্রপতি হয়েছেন, নির্বাচনের পরিবশে সৃষ্টি করুন দেশকে সংকট থেকে মুক্ত করুন। আপনি পারবেন জাতিকে সংকট থেকে মুক্ত করতে।
মঙ্গলবার সংসদ ভবনের এলডি হলে নবনির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ স্বাধীনতা পদক লাভে সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এইচ এম এরশাদ বলেন আমি জানি আপনি পারবেন। আমরা সংকটের মধ্য দিয়ে দিন অতিবাহিত করছি। আপনি পারেন সবাইকে কাছে টেনে আলোর দিকে আনতে। আপনি রাষ্ট্রপতি হয়ে জাতিকে আবারো হাসাবেন এটাই আমরা চাই।
তিনি বলেন, প্রধানমন্ত্রী আমার কথা রেখেছেন, সংসদ সদস্যদের কথা রেখেছেন আব্দুল হামিদকে রাষ্ট্রপতি করায়। এ জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এইচ এম এরশাদ।
তিনি বলেন, আমরা একজন ভালো মানুষকে রাষ্ট্রপতি হিসেবে পেয়েছি।