সাভার প্রতিনিধিজি, নিউজ ঃ কোনো কোনো মহল তথাকথিত লাশ গুমের অভিযোগ এনেছে। মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে ব্যথিত মানুষকে উত্তেজিত করে চলেছে। সাভারে ভবন ধসে নিহতদের লাশ গুমের অভিযোগ নাকচ করে দিয়ে উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, এ ধরনের বক্তব্য দুঃখজনক।
গত বৃহস্পতিবার সকালে সাভারে উদ্ধার অভিযানের নিয়ন্ত্রণ কক্ষে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক ও মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, কোন কোন মহল তথাকথিত লাশ গুমের অভিযোগ এনেছে। মৃতের সংখ্যা অস্বাভাবিক বেশি বলে ব্যাথিত মানুষকে উত্তেজিত করে চলেছে। এতে উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, উদ্ধার কাজে নিয়োজিত সেনাবাহিনী, অন্যান্য সংস্থা এবং স্বেচ্ছাসেবীদের দেশপ্রেম ও সততা নিয়ে প্রশ্ন তোলা ও লাশ গুমের অভিযোগ অত্যন্ত দুঃখজনক। চৌধুরী হাসান সারওয়ার্দী জানান, সাভারে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের এক দিনের বেতন যার পরিমাণ প্রায় সাড়ে সাত কোটি টাকা, সাহায্য তহবিলে জমা দেয়া হয়েছে। তিনি বলেন, সর্বশেষ মৃতদেহ উদ্ধার না করে আমরা এখান থেকে যাব না। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া হতাহতের সঠিক পরিসংখ্যান গোপন করার অভিযোগ আনার পরদিন সাভারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন, সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের অধিনায়ক চৌধুরী হাসান সারওয়ার্দী। উদ্ধার অভিযানে ধীরগতির অভিযোগ প্রসঙ্গে চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, তারা অক্ষত অবস্থায় মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা করছেন বলেই কিছুটা সময় লাগছে।