স্টাফ রিপোর্টার, জি নিউজ ঃ- ঢাকায় ৫ মে হেফাজতে ইসলামের অবরোধের কর্মসূচির দিন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে মানুষ খুন ও কোরআন শরীফ পোড়ানো হয়েছে বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর দায়ে বিরোধী নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে । গতকাল ফেনী আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়। বিরোধী নেত্রীর উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আলটিমেটাম দিয়ে কিছু হবে না। আপনার আলটিমেটাম ব্যর্থ হয়েছে, এ পথ ছাড়ুন । হরতাল দিয়েও কিছু করতে পারবেন না। বিশ্বের ইতিহাসে এত কোরআন শরীফ আর কোথাও পুড়েছে কিনা প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- কোরআন পুড়িয়ে তারা কোন ইসলাম হেফাজত করলো, এটা বিএনপি-জামায়াত করেছে, কোরআন পুড়িয়ে, মানুষ হত্যা করে এখন অপপ্রচার চালাচ্ছে। টেলিভিশন ফুটেজে দেখে সব কয়টাকে ধরবো। কাউকে ছাড়বো না। তিনি বলেন, যারা কোমলমতি শিশুদের কর্মসূচিতে এনেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতার খালেদা জিয়ার উদ্দেশে বলেন, মানুষ খুন করবেন, পবিত্র কোরআন শরীফ পোড়াবেন, আমাদের উৎখাতের হুমকি দেবেন আর আমরা বসে বসে দেখবো- তা হবে না। যা যা করা দরকার তা-ই করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন রেখে বলেন, কই গেল আপনার ৪৮ ঘণ্টার আল্টিমেটাম, আপনারা অনেক আলটিমেটাম দিয়েছেন। সব ব্যর্থ হয়েছে। এ সব করে লাভ হবে না। এখন ধংসাত্মক পথ পরিহার করুন, গণতন্ত্রের পথে আসুন। হরতালের পথ ছেড়ে দিন, মানুষের কষ্ট কমবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক ধারাবাহিকতায় যেভাবে নির্বাচন হয়, সেভাবেই নির্বাচন হবে। বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার কেন তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি চাইছেন, তা আমার কাছে বোধগম্য নয়। গণতান্ত্রিকভাবে দেশ চললে বিরোধী দলের নেত্রীর ভাল লাগে না। দু’টি বাড়িঘর পুড়িয়ে, রাস্তা ভেঙে যদি ভাবেন কেউ ক্ষমতায় বসিয়ে দেবে, কেউ দেবে না। এ সব অপকর্ম বিরোধীদলীয় নেতাকে বন্ধ করতে হবে।জিয়াউর রহমান ক্ষমতায় এসে ক্ষমতায় টিকে থাকতে একের পর এক ক্যু করেছেন। ৬৬২ জন এয়ারফোর্স অফিসারকে হত্যা করেছেন। জোট সরকার আমলে হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সভায় সূচনা বক্তব্যের পর প্রধানমন্ত্রী নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন । তিনি নির্বাচনের আগেই দলকে সংগঠিত করার তাগিদ দেন ।
নেত্রী খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হবে -প্রধানমন্ত্রীর
Share This