জি নিউজঃ-আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক। নৌকা মার্কায় ভোট দিলে দেশের মানুষ কিছু পায়, দেশের উন্নয়ন হয়। নৌকায় ভোট দিলে কেউ বঞ্চিত হয় না। সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হবে।” শনিবার বিকেলে রাজধানীর আজিমপুর গার্লস হাইস্কুল মাঠে আওয়ামী লীগের এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।শেখ হাসিনা অভিযোগ করেন, বিরোধীদলীয় নেতা অপপ্রচার চালিয়েছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে নাকি মসজিদে আজান হবে না। এখন তো সব মসজিদে আজান হচ্ছে, নামাজ হচ্ছে। তিনি হেফাজতে ইসলামের সমালোচনা করে বলেন, যারা কোরআন পোড়ায় তারা কীভাবে ইসলাম রক্ষা করবে।প্রধানমন্ত্রী বক্তৃতায় তার শিক্ষাজীবনের স্মৃতিচারণ করেন। তিনি আজিমপুর গার্লস স্কুলকে সরকারি করার ঘোষণা দেন। এই স্কুলকে নিজের স্কুল হিসেবেও তিনি অভিহিত করেন। শেখ হাসিনা আশা প্রকাশ করেন, এই আজিমপুর গার্লস স্কুলের শিক্ষার্থীরা একদিন দেশের প্রধানমন্ত্রী হবে।” এ সময় প্রধানমন্ত্রী স্কুলের শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে জ্ঞান গরিমায় গড়ে তুলতে হবে। আগামী নির্বাচনে নৌকায় ভোট দিলে শান্তি দেবো, উন্নয়ন দেবো এমন প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা বিশ্বসভায় সমৃদ্ধশালী সোনার বাংলা হিসেবে আত্মমর্যাদাশীল জাতির মর্যাদা পেতে চাই। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাসীন সরকারের বিভিন্ন উন্নয়ন ও কল্যাণমুখী কর্মকাণ্ড তুলে ধরে বিরোধী দলের প্রতি অভিযোগ করে বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে গণতন্ত্রের ভাষা বোঝে না শুধু হত্যা, খুন, বোমাবাজি আর জঙ্গিবাদী এটাই জানে ,প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি সফল হয়েছে উল্লেখ করে বলেন, আমরা ছাত্রছাত্রীদের হাতে ল্যাপটপ তুলে দিয়েছি, মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিয়েছি। ১ কোটি ১৯ লাখ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির ব্যবস্থা করেছি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে ১ লাখ ৩৩ হাজার ছাত্রীকে বৃত্তি দেয়া হচ্ছে। আগামীতে সরকার গঠন করলে এ ফান্ড থেকে ছাত্রদেরও বৃত্তি প্রদান করা হবে বলেও জানান তিনি । ।তাঃ- ০৭, সেপ্টেম্বর ২০১৩