অনলাইন ডেস্ক,জি নিউজ ঃ- থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করেছেন। বিক্ষোভকারীরা আগামী ২ ফেব্রুয়ারির নির্বাচনের আগেই পদত্যাগ করতে দেশটির প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে আসছে। বিক্ষোভকারীরা বলছেন, বর্তমান প্রধানমন্ত্রীকে নির্বাচনের আগেই পদত্যাগ করতে হবে। সরকার বিরোধীদের বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী ইংলাক আগাম নির্বাচনের ঘোষণা দিলেও পদত্যাগ না করার বিষয়ে অনড় রয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) এক সাংবাদিক সম্মেলনে বিক্ষোভ বন্ধ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নির্বাচনী পদ্ধতি অনুসরণ করেই নয়া প্রধানমন্ত্রী নির্বাচন করতে হবে। একইসঙ্গে তিনি সংবিধানের ভিত্তিতে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার ঘোষণা দিয়েছেন। অর্থাত নির্বাচনের সময় তিনিই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। থাইল্যান্ডের বিক্ষোভকারীদের নেতা সুথেপ থাগসুবান বলেছেন,তারা বিক্ষোভ অব্যাহত রাখবেন। গত ২০১১ সালের নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার নেতৃত্বাধীন ফেউ পার্টি বিজয় লাভ করে। আগামী ২ ফেব্রুয়ারি যে সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে,তাতেও ক্ষমতাসীন দলের বিজয়ের সম্ভাবনা বেশি বলে অনেকেই মন্তব্য করেছেন।খবর তেহরান রেডিওএর #
পদত্যাগ করবেন না থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা
Share This