জি নিউজ ডেস্কঃ আসছে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে পদ্মা সেতু প্রকল্পের জন্য ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ থাকছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় থাকবে ৪৮৬ কোটি টাকা।
গতকাল শনিবার সচিবালয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকদের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় বক্তৃতা কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, চার বছরের প্রকল্প ধরে আমরা এগিয়ে যেতে চাই। চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে এক হাজার পাঁচ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর আসছে অর্থবছরের জন্য ৬ হাজার ৮৫২ কোটি টাকা বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে বৈদেশিক মুদ্রায় থাকছে ৬০ দশমিক ৮ কোটি ডলার বা ৪৮৬ কোটি ৪০ লাখ টাকা।
অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতুর বাস্তবায়ন পরিকল্পনার বিস্তারিত তুলে ধরে এক সপ্তাহের মধ্যে একটি চূড়ান্ত বিবৃতি দেবে সরকার। তিনি বলেন, এরই মধ্যে সংযোগ সড়কের কার্যাদেশ দেওয়া হয়েছে। শিগগিরই তার কাজ শুরু হবে।
এর আগে জাতীয় সংসদের সর্বশেষ অধিবেশনে দেওয়া এক বিবৃতিতে অর্থমন্ত্রী একই তথ্য জানিয়েছিলেন। তিনি সংসদে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে বলেন, পদ্মা সেতুতে আমরা নিজেরা অর্থায়ন করব। এজন্য চার বছরের একটি বাজেট করা হচ্ছে। সেখানে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা বছর ভিত্তিতে বরাদ্দ রাখার চিন্তা করা হচ্ছে।
জি নিউজ বিডি নেট/৩১-০৩-২০১৩