জি নিউজঃ-এই লাইলাতুল কদর রাতেহাজার বছরের চেয়ে বেশী পূণ্যময় পবিত্র লাইলাতুল কদর। ‘হাজার মাসের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকতময় ও পুণ্যময় রজনী। এ রজনীতে ধর্মপ্রাণ মুসলমানরা আল্লাহর নৈকট্য ও রহমত লাভের আশায় ইবাদত বন্দেগী করে অতিবাহিত ক রে থাকেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে লাইলাতুল কদর পালিত হচ্ছে। সোমবার মাগরিবের নামাজের পর রাজধানীসহ দেশের মসজিদে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং বেশি সওয়াব হাসিলের লক্ষ্যে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আসকার এবং বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র এ রজনী অতিবাহিত করছেন। লাইলাতুল কদরের রাত বিশ্ব মুসলিম সমপ্রদায়ের কাছে এক অতি গুরুত্বপূর্ণ রাত। লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রজনী বা মর্যদাসম্পন্ন রাত। পবিত্র এ রাতেই মহানবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর ওপর নাজিল হয়েছিল পবিত্র গ্রন্থ আল-কুরআন। পবিত্র কুরআনে এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ হিসেবে বর্ণনা করা হয়েছে। নবী করীম (সাঃ) এ রাতে নিজে ইবাদতে মশগুল থাকতেন এবং তাঁর সাহাবীদেরও বেশি বেশি ইবাদত করার নির্দেশ দিতেন। রমজান মাসের ২১ থেকে ২৭ তারিখের মধ্যে বেজোড় সংখ্যার রাতেই পবিত্র লাইলাতুল কদর। তবে ২৭ রমজান অর্থাৎ ২৬ রমজান দিবাগত রাতকেই কদরের রাত হিসেবে ধরে নেয়া হয়েছে। পবিত্রতম লাইলাতুল কদর উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বা ণী দিয়েছেন