পবিত্র হজ নিয়ে মন্ত্রী লতিফ সিদ্দিকীর কটূক্তি; শাস্তি দাবি
জি নিউজ অনলাইনঃ- বাংলাদেশের ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার পর ব্যাপক সমালোচনা চলছে।বুধবার অনলাইন পত্রিকাগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে রোববার বিকেলে প্রবাসী টাঙ্গাইলবাসীদের সঙ্গে এক মতবিনিময়কালে মন্ত্রী পবিত্র হজ সম্পর্কে মনগড়া কথা বলেন। একইসঙ্গে তিনি তাবলিগ জামায়াত ও সাংবাদিকদের সম্পর্কেও আপত্তিকর মন্তব্য করেছেন ।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে নিউইয়র্ক সফর করছেন আব্দুল লতিফ সিদ্দিকী। হজ প্রসঙ্গে মন্ত্রী বলেন, “আমি কিন্তু হজ আর তাবলিগ জামায়াতের ঘোরতর বিরোধী। আমি জামায়াতে ইসলামীরও বিরোধী। তবে তার চেয়েও হজ এবং তাবলিগ জামায়াতের বেশি বিরোধী।”
তিনি বলেন, “এ হজে যে কত ম্যানপাওয়ার নষ্ট হয়। হজের জন্য ২০ লাখ লোক আজ সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাজ নাই। এদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।” মন্ত্রী বলেন, “গড়ে যদি বাংলাদেশ থেকে এক লাখ লোক হজে যায় এবং প্রত্যেকের পাঁচ লাখ টাকা করে খরচ হয় তাহলে ৫০০ কোটি টাকা খরচ হয়।”
হজ সম্পর্কে মনগড়া ব্যাখ্যায় মন্ত্রী বলেন, “আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কিভাবে চলবে। তারা তো ছিল ডাকাত। তখন একটা ব্যবস্থা করলো যে তার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এর মধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।” তাবলিগ জামায়াতের সমালোচনা করে আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, “তাবলিগ জামায়াত প্রতি বছর ২০ লাখ লোকের জমায়েত করে। নিজেদের তো কোনো কাজ নেই। সারা দেশের গাড়িঘোড়া তারা বন্ধ করে দেয়।”
হজ সম্পর্কে বিরূপ মন্তব্যের পর নিউ ইয়র্ক প্রবাসীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সংবাদটি দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ প্রবাসীরা মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান এ প্রসঙ্গে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচীব মাওলানা জাফরুললাহ্ খান রেডিও তেহরানকে বলেন, মুসলমানদের ঈমানের পাঁচটির মধ্যে একটি স্তম্ভ হচ্ছে হজ। সেই হজ ও মহানবী (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মন্ত্রী অবদুল লতিফ সিদ্দিকী গুরুতর আপরাধ করেছেন। তাকে এর খেসারত দিতে হবে। ধর্মকে আঘাত করে বক্তব্য দেয়ার কারণে অবদুল লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে বহিষ্কারের পাশাপাশি শাস্তি প্রদানের জন্য সরকারের প্রতি আহবান জানান মাওলানা জাফরুল্লাহ খান ।
শুধু হজ ও তাবলিগ জামায়াতের সমালোচনা করেই ক্ষান্ত হননি মন্ত্রী। তিনি টেলিভিশন টক শোতে যারা অংশ নেন তাদেরকে নোংরা ভাষায় (‘চুদির ভাই’) সমালোচনা করছেন ।
টেলিভিশন ‘টক শো’র কঠোর সমালোচনা করে আলোচিত এ মন্ত্রী বলেন, “যারা টকশোতে যায়, তারা টকম্যান। নিজেদের কোনো কাজ না থাকায় ক্যামেরার সামনে যেয়ে তারা বিড়বিড় করে” ।
এ প্রসংগে টক-শো’র পরিচিত ব্যক্তিত্ব জনাব মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, এটা মন্ত্রীর নিজস্ব বক্তব্য এবং তাতে তার নিম্নমানের রুচিই প্রকাশ পেয়েছে।খবর:রেডিও তেহরান, গতকাল নিউ ইয়র্কের সে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে লতিফ সিদ্দিকী বারবার উত্তেজিত হয়ে তাদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেন।