পবিত্র হজ সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায়,লতিফ সিদ্দিকীকে মন্ত্রিসভা থেকে অব্যাহতির সিদ্ধান্ত
অনলাইন ডেস্ক:- বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ সম্পর্কে চরম আপত্তিকর মন্তব্য করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বর্তমানে লন্ডনে অবস্থানকারী প্রধানমন্ত্রী এ সিদ্ধান্ত নেন বলে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে। তিনি দেশে ফিরলেই ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে লতিফ সিদ্দিকীর অব্যাহতি কার্যকর হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও ইঙ্গিত দিয়েছিলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলেই লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরীও লতিফ সিদ্দিকীর কড়া সমালোচনা করেছেন।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে গতরোববার বিকেলে নিউ ইয়র্কে বসবাসরত টাঙ্গাইলবাসীদের সঙ্গে মতবিনিময়কালে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী নবী ও হজকে নিয়ে কটূক্তিসহ বিভিন্ন বিরূপ মন্তব্য করেন। মন্ত্রী বলেন, “আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ চিন্তা করল এ জাজিরাতুল আরবের লোকেরা কীভাবে চলবে? তারাতো ছিল ডাকাত। তখন সে একটা ব্যবস্থা করলো যে আমার অনুসারীরা প্রতিবছর একবার একসঙ্গে মিলিত হবে। এরমধ্য দিয়ে একটা আয়-ইনকামের ব্যবস্থা হবে।”
মতবিনিময়কালে মন্ত্রী আরো বলেন, “আমি হজ আর তাবলিগ জামাতের ঘোরতর বিরোধী, জামায়াতে ইসলামীরও বিরোধী, তবে তার চেয়েও বেশি হজ ও তাবলিগ জামাতের।”
হজ প্রসঙ্গে আওয়ামী লীগের বিতর্কিত এই নেতা বলেন, “হজের জন্য ২০ লাখ লোক সৌদি আরবে গিয়েছে। এদের কোনো কাম নাই। এদের কোনো প্রোডাকশন নাই। শুধু রিডাকশন দিচ্ছে। শুধু খাচ্ছে আর দেশের টাকা দিয়ে আসছে।
এদিকে মন্ত্রীর এই বিতর্কিত ও আপত্তিকর মন্তব্যে ফুঁসে ওঠেছেন দেশ বিদেশের মুসলমানরা। হেফাজতে ইসলামসহ ইসলামি দলগুলো মন্ত্রীর পদত্যাগ ও বিচার দাবিতে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।