সাতক্ষীরা প্রতিনিধি,জি নিউজ ঃ সাতক্ষীরায় বিএনপিসহ ১৮ দলীয় জোটের ডাকা হরতালের প্রথম দিনে দুটি ট্রাক ও পরিবহন ভাংচুর, ঈগল পরিবহনে অগ্নিসংযোগ, ইট বিছিয়ে, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের মধ্য দিয়ে হরতাল পালিত হয়েছে।
সকাল ৯টার দিকে যশোর-সাত¶ীরা মহাসড়কের মাধবকাটি এলাকায় একটি বলাকা পরিবহনের বাস ও একটি ট্রাক ভাংচুর এবং ঈগল পরিবহনের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় হরতাল সমর্থক জামায়াত-শিবির কর্মীরা। শহরের অদূরে খুলনা-সাত¶ীরা মহাসড়কের বিনেরপোতা এলাকায় সকালে হরতাল সমর্থক শিবির কর্মীরা দুটি ট্রাক ভাংচুর করে এবং ইট বিছিয়ে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধসহ পিকেটিং করে। ছয়ঘরিয়া মোড়ে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতাল সমর্থনে বি¶োভ মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। শহরের অদুরে বাকাল ও রামচন্দ্রপুর এলাকায় টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে পিকেটাররা । সকাল সাড়ে ৮ টার দিকে শহরের নিউমার্কেট মোড় থেকে বিএনপিসহ ১৮ দলের একটি বি¶োভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদ¶িন করে। যানবাহন চলাচল কম ছিল। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ। অফিস আদালতে লোকজনের উপস্থিতি ছিল কম। ভোমরা স্থল বন্দরে আমদানী রপ্তানী কার্যক্রম ¯^াভাবিক থাকলেও পন্যবাহী কোন ট্রাক বন্দর ছেড়ে যায়নি। নাশকতা এড়াতে শহরে নিউ মার্কেট, সার্কিট হাউজ মোড়, ইটাগাছাসহ বিভিন্নস্থানে বিপুল সংখ্যক পুলিশ-বিজিবি মোতায়েন করা হয়েছে। এঘটনায় মামলা হবে বলে পুলিশ জানিয়েছে।
কাজী নাসির উদ্দীন, সাতক্ষীরা