গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার পল্লীতে জামায়াত-শিবিরের হামলায় ২ ওসি ও ৬ কনেষ্টবল আহত হওয়ার খবর পাওয়াগেছে।
পলাশবাড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল, জানান, শুক্রবার বিকাল ৪টার দিকে পলাশবাড়ি উপজেলার বরিশাল ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করার জন্য মোটর সাইকেল যোগে যাওয়ার পথে সাবদিন নতুন বাজার এলাকায় পৌছা মাত্রই জামায়াত-শিবির ও বিএনপির নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালায়। এ সময় থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দিন মন্ডল, (ওসি) তদন্ত গোলাম মোস্তফা, উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন, কনষ্টেবল, গোবিন্দ চন্দ্র, মিজানুর , সাহাদুরসহ ৬ জন আহত হয়। ওই সময় হামলা কারীরা পুলিশের ২টি মোটর সাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে আহতদের মধ্যে ওসি তদন্ত গোলাম মোস্তফা আশংকা জনক অবস্থায় রয়েছে।